ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত
- আপডেট সময় : ০৭:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ৪৫৪ বার পড়া হয়েছে
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। এই ঘটনায় চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে দক্ষিণ-পূর্বে অবস্থিত সাইদা জিনাব এলাকায় বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের কমান্ডার ও সামরিক উপদেষ্টা সৈয়দ রাজি মুসাভি। ২০২০ সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের প্রভাবশালী সামরিক উপদেষ্টা কাসেম সুলেমানির ঘনিষ্ট সহযোগী ছিলেন তিনি। সিরিয়া ও ইরানের মধ্যে সামরিক সম্পর্কের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মুসাভী।
এই ঘটনাকে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের কাপুরুষোচিত কর্মকাণ্ড বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিপ্লবী গার্ড। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, মোক্ষম সময় ও সুযোগ বুঝে এর শক্ত জবাব দেবে তেহরান। চলতি মাসের শুরুতে এধরনের হামলায় ইরানের আরও দু’জন সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে ইসরায়েল। সূত্র: ডেইলি সাবাহ্