সব অধিনায়ককে ছাড়িয়ে গেলেন শান্ত
- আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২ জন অধিনায়কের নেতৃত্বে খেলেছে। তাদের মধ্যে মাত্র দুই জন অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন। এই সংক্ষিপ্ত তালিকার একজন নাজমুল হোসেন শান্ত।
শুধু টেস্ট নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় পেয়েছেন অধিনায়ক শান্ত। আর কোনো অধিনায়কের নেতৃত্বে একাধিক ফরম্যাটে কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ।
বিশ্বকাপের পরই টেস্টে নেতৃত্বের অভিষেক হয় শান্তর। মূলত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে অধিনায়কত্ব দেয়া হয় এই ব্যাটারকে। লাল বলের ক্রিকেটে নেতা হিসেবে খেলতে নেমেই জয়ের দেখা পান তিনি। সিলেটে সফরকারীদের বিপক্ষে ১৫০ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। এখানেও সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব পান শান্ত। আর নেতা হিসেবে ওয়ানডেতে নেমেও রেকর্ড গড়েছেন। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হলেও তৃতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। যা এই ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়।
টেস্ট-ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে নেমেও জয়ের দেখা পেল শান্তর দল। সিরিজের প্রথম ম্যাচেই কিউইদের ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তাসমান পাড়ের দেশে এবারই প্রথম টি-টোয়েন্টি জিতেছে তারা। দলের মতোই ইতিহাস গড়েছেন বাংলাদেশ অধিনায়কও। বাংলাদেশের প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই জয় পেয়েছেন শান্ত।