‘রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই’
- আপডেট সময় : ০৩:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
দেশে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা বলেন, এই সংকটের জন্য সকল রাজনৈতিক নেতারাই দায়ী। বিতর্ক ছেড়ে তাই গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকেই সবার আগে এগিয়ে আসতে হবে।
আজ (শনিবার) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথপরিক্রমা বিষয়ক সেমিনারে এসব বলেন বক্তারা। সোসাইটি ফর গ্লোবাল এন্ড বাংলাদেশ স্টাডিজ নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।
তারা বলেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানকে কাজে লাগাতে হবে। রাজনৈতিক দলগুলোর একে অপরের উপর বিশ্বাস নেই। যার কারণে বিদেশীরা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে বলেও জানান তারা।
সেমিনারে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, শমসের মমিন চৌধুরী, সাদেকা হালিম, কাজী ফিরোজ রশীদ ও মনিরা খানসহ বিশিষ্টজনেরা।