ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শীর্ষ চারে ফিরলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ফিরল ম্যানচেস্টার সিটি। ৩-১ গোলে জয় পায় তারা। চেলসি ২-১ এ হারায় ক্রিস্টাল প্যালেসকে। পাঁচদিন আগেই সৌদি আরবে ক্লাব বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। দারুণ উজ্জীবিত সিটিজেনরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওয়ালার দল। জ্যাক হ্যারিসনের গোলে ২৯ মিনিটে লিড নেয় এভারটন। বিরতির পর ফিল ফোডেন সমতা এনে দেন ম্যানসিটিকে। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন হুলিয়ান আলভারেজ।

সিটিজেনদের আক্রমণের ধারে রক্ষণ দুর্বল হয়ে পরে এভারটনের। ৮৬ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান বের্নার্দো সিলভা। এই জয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থতে উঠে আসে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মিখায়লো মুদরিক ১৩ মিনিটে এগিয়ে দেন চেলসিকে।

প্রথমার্ধের যোগ করা সময়ে মাইকেল ওলিসে’র লক্ষ্যভেদে সমতা এনে ম্যাচ জমিয়ে তোলে ক্রিস্টাল প্যালেস। আক্রমন পাল্টা আক্রমনের ম্যাচে শেষ দিকে পেনাল্টি পায় অলব্লুজরা। স্পটকিকে ব্যবধান দ্বিগুন করেন ননি মাদুয়েকে। ২-১ এ ম্যাচ জিতে নেয় চেলসি।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ চারে ফিরলো ম্যানসিটি

আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়ে শীর্ষ চারে ফিরল ম্যানচেস্টার সিটি। ৩-১ গোলে জয় পায় তারা। চেলসি ২-১ এ হারায় ক্রিস্টাল প্যালেসকে। পাঁচদিন আগেই সৌদি আরবে ক্লাব বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। দারুণ উজ্জীবিত সিটিজেনরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওয়ালার দল। জ্যাক হ্যারিসনের গোলে ২৯ মিনিটে লিড নেয় এভারটন। বিরতির পর ফিল ফোডেন সমতা এনে দেন ম্যানসিটিকে। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন হুলিয়ান আলভারেজ।

সিটিজেনদের আক্রমণের ধারে রক্ষণ দুর্বল হয়ে পরে এভারটনের। ৮৬ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান বের্নার্দো সিলভা। এই জয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থতে উঠে আসে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মিখায়লো মুদরিক ১৩ মিনিটে এগিয়ে দেন চেলসিকে।

প্রথমার্ধের যোগ করা সময়ে মাইকেল ওলিসে’র লক্ষ্যভেদে সমতা এনে ম্যাচ জমিয়ে তোলে ক্রিস্টাল প্যালেস। আক্রমন পাল্টা আক্রমনের ম্যাচে শেষ দিকে পেনাল্টি পায় অলব্লুজরা। স্পটকিকে ব্যবধান দ্বিগুন করেন ননি মাদুয়েকে। ২-১ এ ম্যাচ জিতে নেয় চেলসি।