ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আঞ্চলিক ইস্যুসহ যেসব বিষয়ে আলোচনা করলেন মোদি-বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জি-২০ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনায় বসেন দুই রাষ্ট্রপ্রধান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫০ মিনিট ধরে মোদি ও বাইডেনের বৈঠক হয়। এ বৈঠকে সামরিক অংশীদারিত্ব, পরমাণু কার্যক্রমে সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ৬জি প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রপ্রধানদের আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মোদি-বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠকের পর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাইডেন বলেন, আজ, এবং পুরো জি ২০ সম্মেলনজুড়ে আমরা নিশ্চিত করব যে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্ব ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল।

ভারতের সরকারের কয়েকটি সূত্র এনডিটিভিকে জানায়, বৈঠকে বাইডেনের নেতৃত্বের প্রশংসা করেন বাইডেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

এদিকে বৈঠকের বিষয়ে এক যৌথ বিবৃতিতে হোয়াইট হাসের পক্ষ থেকে বলা হয়, চন্দ্রাভিযানে ভারতের সাফল্যের জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। এর পাশাপাশি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ সফল উৎক্ষেপণের জন্যও ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহাকাশ গবেষণায় ইসরো ও নাসার যৌথভাবে কাজ করার বিষয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে।

শুধু তাই নয়, আগামী দিনে ভারত যাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে, সেই বিষয়টি নিয়েও এদিনে বৈঠকে মোদিকে আশ্বাস দিয়েছেন বাইডেন। ভারতকে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের ক্ষেত্রে পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন সফরের কথাও উঠে আসে আলোচনায়। বিশ্ব আঙিনায় বহুমাত্রিক এজেন্ডায় ভারত ও আমেরিকার যৌথ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ওপরেও জোর দেন দুই রাষ্ট্রনেতা। কথা হয়েছে কোয়াড সম্মেলন নিয়েও। কোয়াডভুক্ত দেশগুলো আগামী বছর ভারতে বৈঠকে বসছে। ২০২৪ সালের কোয়াড সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী বছরের কোয়াড সম্মেলনেও বাইডেনকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে ভারতের প্রধানমন্ত্রী, এদিনের বৈঠকে সেই কথাও জানিয়েছেন তিনি।

ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা মিলে তৈরি হয়েছে ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ বা কোয়াড। গত আগস্ট মাসেই মালাবার মহড়ায় শক্তিপ্রদর্শন করে জোট।

নিউজটি শেয়ার করুন

আঞ্চলিক ইস্যুসহ যেসব বিষয়ে আলোচনা করলেন মোদি-বাইডেন

আপডেট সময় : ০৩:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

জি-২০ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনায় বসেন দুই রাষ্ট্রপ্রধান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫০ মিনিট ধরে মোদি ও বাইডেনের বৈঠক হয়। এ বৈঠকে সামরিক অংশীদারিত্ব, পরমাণু কার্যক্রমে সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ৬জি প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের রাষ্ট্রপ্রধানদের আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মোদি-বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠকের পর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাইডেন বলেন, আজ, এবং পুরো জি ২০ সম্মেলনজুড়ে আমরা নিশ্চিত করব যে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্ব ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল।

ভারতের সরকারের কয়েকটি সূত্র এনডিটিভিকে জানায়, বৈঠকে বাইডেনের নেতৃত্বের প্রশংসা করেন বাইডেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

এদিকে বৈঠকের বিষয়ে এক যৌথ বিবৃতিতে হোয়াইট হাসের পক্ষ থেকে বলা হয়, চন্দ্রাভিযানে ভারতের সাফল্যের জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। এর পাশাপাশি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ সফল উৎক্ষেপণের জন্যও ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহাকাশ গবেষণায় ইসরো ও নাসার যৌথভাবে কাজ করার বিষয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে।

শুধু তাই নয়, আগামী দিনে ভারত যাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে, সেই বিষয়টি নিয়েও এদিনে বৈঠকে মোদিকে আশ্বাস দিয়েছেন বাইডেন। ভারতকে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের ক্ষেত্রে পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন সফরের কথাও উঠে আসে আলোচনায়। বিশ্ব আঙিনায় বহুমাত্রিক এজেন্ডায় ভারত ও আমেরিকার যৌথ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ওপরেও জোর দেন দুই রাষ্ট্রনেতা। কথা হয়েছে কোয়াড সম্মেলন নিয়েও। কোয়াডভুক্ত দেশগুলো আগামী বছর ভারতে বৈঠকে বসছে। ২০২৪ সালের কোয়াড সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী বছরের কোয়াড সম্মেলনেও বাইডেনকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে ভারতের প্রধানমন্ত্রী, এদিনের বৈঠকে সেই কথাও জানিয়েছেন তিনি।

ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা মিলে তৈরি হয়েছে ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ বা কোয়াড। গত আগস্ট মাসেই মালাবার মহড়ায় শক্তিপ্রদর্শন করে জোট।