৭ই জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ই জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস অথবা প্রতিষ্ঠান অথবা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ৭ই জানুয়ারি রোববার। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ই জানুয়ারি টানা তিন দিন ছুটি হতে যাচ্ছে।