সৌদিতে নতুন সোনার খনির সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নতুন স্বর্ণের খনির খোঁজ মিলেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মানসুরা মাসারাহ নামক সোনার খনির সামান্য দক্ষিণে এ মজুত পাওয়া যায়। ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে মাদেন। নতুন খনি থেকে পাওয়া স্বর্ণের নমুনা বিশ্লেষণে সেখানে উচ্চ মানসম্পন্ন সোনা থাকার কথা জানানো হয়েছে। স্থানটিতে ১০.৪ গ্রাম প্রতি টন (গ্রাম/টি) এবং ২০.৬ গ্রাম/টি উচ্চ গ্রেডের স্বর্ণের উপস্থিতি পাওয়া গেছে। এখন সেসব স্থান থেকে আকরিক পরীক্ষা করা হচ্ছে।
এর আগে অক্টোবরে মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট উইল্ট সোনা ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা জানান।