ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভোট বর্জনের আহবান জানিয়ে বিএনপির গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন জায়গায় আজও লিফলেট বিতরণ করেছে বিএনপি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে মঙ্গলবার রাজধানীর তোপখানা রোড ও পল্টন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময়, বিএনপি নেতারা বলেন রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিসহ বিরোধী দল আন্দোলন করছে। প্রহসনের নির্বাচন বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।

বিএনপি নেতারা বলেন, গণসংযোগ কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হচ্ছে। ৭ই জানুয়ারি সরকার একতরফাভাবে নির্বাচন করলেও গণতান্ত্রিক বিশ্ব তা মেনে নেবে না বলেও জানান তারা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সাভারে বিক্ষোভ করেছে ঢাকা জেলা ছাত্রদল। বিরুলিয়ায় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচিতে সাভার ও আশুলিয়া থানা শাখার ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। পরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানান তারা।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি’র নেতৃত্বে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল যাত্রাবাড়ি থেকে রথখোলা হয়ে কায়েতপাড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এছাড়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ভোট বর্জনের আহবান জানিয়ে বিএনপির গণসংযোগ

আপডেট সময় : ০৮:২৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

দেশের বিভিন্ন জায়গায় আজও লিফলেট বিতরণ করেছে বিএনপি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে মঙ্গলবার রাজধানীর তোপখানা রোড ও পল্টন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময়, বিএনপি নেতারা বলেন রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিসহ বিরোধী দল আন্দোলন করছে। প্রহসনের নির্বাচন বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।

বিএনপি নেতারা বলেন, গণসংযোগ কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হচ্ছে। ৭ই জানুয়ারি সরকার একতরফাভাবে নির্বাচন করলেও গণতান্ত্রিক বিশ্ব তা মেনে নেবে না বলেও জানান তারা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সাভারে বিক্ষোভ করেছে ঢাকা জেলা ছাত্রদল। বিরুলিয়ায় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচিতে সাভার ও আশুলিয়া থানা শাখার ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। পরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানান তারা।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি’র নেতৃত্বে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল যাত্রাবাড়ি থেকে রথখোলা হয়ে কায়েতপাড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এছাড়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানান।