০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা এমন নিষেধাজ্ঞার পরোয়া করেন না: কাদের

‘বিএনপি অপেক্ষায় আছে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা আসবে। শেখ হাসিনা এমন নিষেধাজ্ঞার পরোয়া করেন না। শেখ হাসিনা শুধুমাত্র আল্লাহ কে ভয় পান। বিদেশি কোনো শক্তিকে ভয় পায়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে তারেক রহমান বিদেশে বসে বোমা মারার নির্দেশ দিয়েছে।’

এ সময় কাদের আগুন ষন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গীবাদের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান।

ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্র–ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য করে তোলার আহ্বান জানান কাদের। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে মেধাবীরা না আসলে দেশের রাজনীতি মেধাশুন্য হয়ে পড়বে। ভালো মানুষ ক্ষমতায় না এলে দেশে দুঃশাসন চলবে। তাই মেধাবী শিক্ষার্থীদের রাজনীতি করার আহ্বান জানান কাদের।

এ সময় মেধায় মননে, পোশাকে, চলাফেরায় ছাত্রলীগের সকল কর্মী–সমর্থকদের স্মার্ট হওয়ার আহ্বান জানান।

বক্তব্য শেষে ওবায়দুল কাদের পায়রা উড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরা একটি শোভাযাত্রা বের। শোভাযাত্রাটি টিএসসি থেকে মৎস্যভবন ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শেখ হাসিনা এমন নিষেধাজ্ঞার পরোয়া করেন না: কাদের

আপডেট : ০৭:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

‘বিএনপি অপেক্ষায় আছে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা আসবে। শেখ হাসিনা এমন নিষেধাজ্ঞার পরোয়া করেন না। শেখ হাসিনা শুধুমাত্র আল্লাহ কে ভয় পান। বিদেশি কোনো শক্তিকে ভয় পায়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ফাউল করে লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে তারেক রহমান বিদেশে বসে বোমা মারার নির্দেশ দিয়েছে।’

এ সময় কাদের আগুন ষন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গীবাদের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান।

ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্র–ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য করে তোলার আহ্বান জানান কাদের। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে মেধাবীরা না আসলে দেশের রাজনীতি মেধাশুন্য হয়ে পড়বে। ভালো মানুষ ক্ষমতায় না এলে দেশে দুঃশাসন চলবে। তাই মেধাবী শিক্ষার্থীদের রাজনীতি করার আহ্বান জানান কাদের।

এ সময় মেধায় মননে, পোশাকে, চলাফেরায় ছাত্রলীগের সকল কর্মী–সমর্থকদের স্মার্ট হওয়ার আহ্বান জানান।

বক্তব্য শেষে ওবায়দুল কাদের পায়রা উড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরা একটি শোভাযাত্রা বের। শোভাযাত্রাটি টিএসসি থেকে মৎস্যভবন ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।