ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভোটারদের ভোট দিতে কেউ চাপ দিচ্ছে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসছে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ভোটারদের ওপর কারও পক্ষ থেকে চাপ নেই। বরং ভোট না দিতে কোন কোন মহল থেকে প্রচারণা চালানো হচ্ছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে বিদেশি কূটনীতিকদের আবারও আশ্বস্ত করেন সিইসি।

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবশেষ অবস্থা অবহিত করেছে নির্বাচন কমিশন। তাদের আগ্রহের প্রেক্ষিতে নির্বাচনের দুই দিন আগে বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে ঘণ্টাব্যাপী ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ব্রিটেন, কানাডা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের ৪৫ মিশনের ৫০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। আমেরিকা ও ভারতের রাষ্ট্রদূতদের প্রতিনিধি ব্রিফিংয়ে যোগ দেন। অনুষ্ঠানে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও।

পরে সাংবাদিকদের সিইসি জানান, নির্বাচনে অনিয়ম হচ্ছে কিনা বা ভোট দিতে চাপ ভোটারদের ওপর চাপ আছে কিনা এসব জানতে চান কূটনীতিকরা।

পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বলেন, নির্বাচন কমিশন থেকে কূটনীতিকরা নিয়মিত আপডেট পাওয়ায় এ ব্রিফিং তারা বেশি প্রশ্ন করেনি।

বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গণমাধ্যমকে বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কথা শুনেছি। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না- জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস।

এদিকে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আশা করি সফল নির্বাচন হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হবে মাইলফলক।

নিউজটি শেয়ার করুন

ভোটারদের ভোট দিতে কেউ চাপ দিচ্ছে না: সিইসি

আপডেট সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

আসছে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ভোটারদের ওপর কারও পক্ষ থেকে চাপ নেই। বরং ভোট না দিতে কোন কোন মহল থেকে প্রচারণা চালানো হচ্ছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে বিদেশি কূটনীতিকদের আবারও আশ্বস্ত করেন সিইসি।

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবশেষ অবস্থা অবহিত করেছে নির্বাচন কমিশন। তাদের আগ্রহের প্রেক্ষিতে নির্বাচনের দুই দিন আগে বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে ঘণ্টাব্যাপী ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ব্রিটেন, কানাডা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের ৪৫ মিশনের ৫০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। আমেরিকা ও ভারতের রাষ্ট্রদূতদের প্রতিনিধি ব্রিফিংয়ে যোগ দেন। অনুষ্ঠানে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও।

পরে সাংবাদিকদের সিইসি জানান, নির্বাচনে অনিয়ম হচ্ছে কিনা বা ভোট দিতে চাপ ভোটারদের ওপর চাপ আছে কিনা এসব জানতে চান কূটনীতিকরা।

পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বলেন, নির্বাচন কমিশন থেকে কূটনীতিকরা নিয়মিত আপডেট পাওয়ায় এ ব্রিফিং তারা বেশি প্রশ্ন করেনি।

বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গণমাধ্যমকে বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কথা শুনেছি। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না- জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস।

এদিকে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আশা করি সফল নির্বাচন হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হবে মাইলফলক।