ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ বাড়ানোর আহ্বান অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪২৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের চক্র। ২০২৩-২০২৫ সাল পর্যন্ত চলবে এই চক্র। টেস্ট খেলুড়ে দেশগুলোর নিজেদের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো এই চক্রের অন্তর্ভুক্ত। কমপক্ষে দুই ম্যাচের সিরিজ হলে তবেই সেটি চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে। এতেই দেখা দিয়েছে সমস্যা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) থাকা সিরিজগুলোতে দেখা যাচ্ছে, কোনো কোনো দলের সিরিজে ম্যাচ থাকছে দুটির বেশি। এতে পয়েন্টের দিক থেকে সেসব দলের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এটি নিয়ে আপত্তি তুলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি। তার মতে, চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজ কমপক্ষে তিন ম্যাচ করা উচিত। নিজেদের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

হকলি বলেন, ‘আমরা (সিএ) মনে করি, টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজ কমপক্ষে তিন ম্যাচের হওয়া উচিত। এতে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। সব দলেরই বেশি পয়েন্ট অর্জন করার সুযোগ থাকবে। ফলে, দলগুলোও টেস্ট ক্রিকেটকে আগের চেয়ে ভালোভাবে প্রাধান্য দেবে।’

বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন হকলি। তিনি যোগ করেন, ’আশা করি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ বিষয়টিতে নজর দেবে। তাহলে টেস্ট ক্রিকেট বর্তমানে যে অবস্থানে আছে, সেখান থেকে পরিধি বাড়বে।’

নিউজটি শেয়ার করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ বাড়ানোর আহ্বান অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ০৫:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের চক্র। ২০২৩-২০২৫ সাল পর্যন্ত চলবে এই চক্র। টেস্ট খেলুড়ে দেশগুলোর নিজেদের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো এই চক্রের অন্তর্ভুক্ত। কমপক্ষে দুই ম্যাচের সিরিজ হলে তবেই সেটি চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে। এতেই দেখা দিয়েছে সমস্যা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) থাকা সিরিজগুলোতে দেখা যাচ্ছে, কোনো কোনো দলের সিরিজে ম্যাচ থাকছে দুটির বেশি। এতে পয়েন্টের দিক থেকে সেসব দলের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এটি নিয়ে আপত্তি তুলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি। তার মতে, চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজ কমপক্ষে তিন ম্যাচ করা উচিত। নিজেদের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

হকলি বলেন, ‘আমরা (সিএ) মনে করি, টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজ কমপক্ষে তিন ম্যাচের হওয়া উচিত। এতে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। সব দলেরই বেশি পয়েন্ট অর্জন করার সুযোগ থাকবে। ফলে, দলগুলোও টেস্ট ক্রিকেটকে আগের চেয়ে ভালোভাবে প্রাধান্য দেবে।’

বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন হকলি। তিনি যোগ করেন, ’আশা করি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ বিষয়টিতে নজর দেবে। তাহলে টেস্ট ক্রিকেট বর্তমানে যে অবস্থানে আছে, সেখান থেকে পরিধি বাড়বে।’