চট্টগ্রাম-১৬ নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল
- আপডেট সময় : ১০:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৪৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে সোয়া তিনটার দিকে সংবাদ সম্মেলনে সচিব জানান, এ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে এবং ১৫ জন ব্যক্তি জাল ভোট বা জাল ভোটে সহায়তা করার কারণে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। যার ভেতরে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসার আছে এবং যারা জাল ভোট দিতে গেছেন তারা রয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ জলদী আশকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণে বাধা দেয়ার অভিযোগে কাউন্সিলর আবদুল গফুরকে আটক করে পুলিশ। এ ঘটনায় এমপি মোস্তাফিজ থানায় যান। ওসির কক্ষে গিয়ে তিনি জানতে চান, আমার লোক কী অন্যায় করছে? ধরে আনছেন কেন?
জবাবে ওসি বলেন, এনে বসিয়ে রাখছি। তখন ওসিকে ‘এই থাম’ বলে এমপি মোস্তাফিজ চেয়ার ছেড়ে উঠে এ ঘটনার ভিডিও করতে থাকা এক পুলিশ সদস্যের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এমপির অনুসারীরা তাকে নিবৃত্ত দেন।
জানতে চাইলে ওসি তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর আবদুল গফুর জাল ভোট দেয়ার সময় পুলিশ বাধা দেয়। ভোট দিতে না পেরে তিনি ভোটকেন্দ্র বন্ধ করে দেয়ার চেষ্টা করায় ভোটদানে বাধা ও পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তাকে আটক করা হয়েছে।