ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা
- আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
শেষ হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (০৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে দেশব্যপি শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ২৯৯ আসনের সংসদ সদস্য নির্ধারণে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনা। নির্বাচনে আটটি বিভাগে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় মোট ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহাংগীর আলম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে আটটি বিভাগে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।
এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে জানিয়ে ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া আমাদের দুইজন প্রিসাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এর আগে সকালে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নৌকা মার্কায় ভোট দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেয়ার আগে ৭টা ৫৫ মিনিটে ভোট কেন্দ্রে পৌঁছান তিনি। ভোট শুরু হওয়ার পর ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে ভোট দেন শেখ হাসিনা। এদিন সারাদেশে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারাদেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।