ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল আফগানিস্তানের
- আপডেট সময় : ০২:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৪১৯ বার পড়া হয়েছে
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১১ জানুয়ারি। ঘরের মাঠে সিরিজ, কিন্তু এখন পর্যন্ত দল ঘোষণা করেনি স্বাগতিকরা। তার আগেই গুরুত্বপূর্ণ এ সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে থাকলেও রশিদ খানের খেলা নিয়ে সংশয় রয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আফগানিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় মুজিবকে শাস্তি হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র দেয়নি আফগানিস্তান। ফলে আইপিএলে কেকেআরের হয়ে তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু বোর্ডের সঙ্গে তিনি কথা বলে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে জানা গেছে। তাই ধারণা করা হচ্ছে, আইপিএলে খেলতে সমস্যা হবে না আফগানিস্তানের এ তারকা স্পিনারের।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, রশিদকে প্রাথমিকভাবে দলে রাখলেও তার পিঠের চোট এখনও পুরো সারেনি। ফলে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই রশিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা। রশিদ দলে থাকলেও ভারতের বিরুদ্ধে অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে।
ভারতের বিরুদ্ধে ১১ জানুয়ারি মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। খেলা হবে বেঙ্গালুরুতে।
আফগানিস্তান দল
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতুল্লা জাজাই, রহমত শাহ, নাজিবুল্লা জাদরান, মোহাম্মাদ নবি, করিম জনত, আজমাতুল্লা ওমরজাই, শরাফুদ্দিন আশরফ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন উল হক, নুর আহমেদ, মহম্মদ সালিম, কাইস আহমেদ, গুলবদিন নইব ও রশিদ খান।