স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৪৯০ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। অধিকাংশ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে তার।
১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
এর আগে রোববার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর মোট ১৬১ কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৩৬ জন।