সারা দেশে নির্বাচনী সহিংসতায় আহত ২৯, নিহত ১
- আপডেট সময় : ০৬:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৪৪৭ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ সারা দেশে নির্বাচনী সহিংসতায় ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল থেকে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১০ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জে জিল্লুর রহমান নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আহতদের ঢামেক হাসপাতালের আনা হয়।
ঢামেক হাসপাতালের তথ্য ও সহায়তা কেন্দ্রের প্রধান সমন্বয়ক ও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, আহতদের মধ্যে ককটেল বিস্ফোরণ, মারামারি ছুরিকাঘাতসহ বিভিন্ন আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত ব্যক্তিরা চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতালে বর্তমানে ১০ জন ভর্তি রয়েছেন।
নির্বাচনী সহিংসতায় আহতরা হলেন– যাত্রাবাড়ীর সায়দাবাদে ককটেল বিস্ফোরনে আনসার ভিডিপি সদস্য অন্তর (২২), নারায়ণগঞ্জ আড়াইহাজার থেকে গুলিতে আহত আব্দুর নূর (৫৬), সাকিব (২৫), কামাল (১৮) সায়মন (১৭)। হাজারীবাগ ককটেলে আহত আমির হোসেন (৬০), তানভীর (৮) মাকসুদা বেগম (৫০), বাদল মিয়া (৪৫)। নরসিংদী থেকে ছুরিকাঘাত আহত মো. খলিল বয়স (২৫), নারায়ণগঞ্জের সোনারগাও চৌরাস্তা থেকে মাথায় আঘাতে আহত বাসেদ সরকার (৪৭), কিশোরগঞ্জ শ্রীনগর ভৈরব বন্দুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বল্লবের আঘাতে আহত কিবলু মিয়া (৪০)। যাত্রাবাড়ীর টনি টাওয়ার এলাকা থেকে মাথায় আঘাতপ্রাপ্ত দেলোয়ার (২৬)। গেন্ডারিয়া লক্ষ্মীবিবি স্কুল থেকে হাতে আঘাতপ্রাপ্ত জাহিদ (৩৮)। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাথায় আঘাতপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন (৫৫)। হাতিরঝিল মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাথায় আঘাতপ্রাপ্ত মৃদুল হাসান শিহাব (১৭)। কুমিল্লার হোমনা থেকে কোমরে আঘাতপ্রাপ্ত কবির হোসেন (৪০)। মুন্সিগঞ্জে জিল্লুর রহমান নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে মাথায় চুরিকাঘাতে আহত আমিন মোল্লা (৩৫), বংশাল থানার নাজিরা বাজার থেকে মাথায় আঘাত প্রাপ্ত আসিফ (৪০)। কুমিল্লার দাউদকান্দি থেকে মাথায় আঘাত প্রাপ্ত বিপুল সাহা (৪৫)। কোতোয়ালি থানার লক্ষীবাজার থেকে আহত সিফাত (২২)। লালবাগ থানা থেকে কানে আঘাতপ্রাপ্ত ইয়াশ (২৪)। নোয়াখালী সোনাইমুড়ি থেকে শরীরে আঘাত প্রাপ্ত আব্দুল্লাহ আল নাঈম (২৫)। হাজারীবাগ থেকে শরীরে আঘাতপ্রাপ্ত কবির হোসেন(২২)। মোহাম্মদপুর থেকে হাতে আঘাতপ্রাপ্ত আতিকুল ইসলাম দিপু (২০)। গেন্ডারিয়া থেকে মারামারিতে আহত মো. রিয়াজ (২২)।
ঢামেকে ভর্তি হওয়া আহতরা হলেন– ১০২ নম্বর ওয়ার্ডে আব্দুর নুর (৫৬), কিবলু মিয়া (৪০), সাকিব (২৫), সায়মন (১৭), জাকির হোসেন (৫০), ২০০ নম্বর ওয়ার্ডে বিপুল সাহা (৫০) ও ১০০ নম্বর ওয়ার্ডে বিপ্লবসহ (৩৪) আরও তিনজন।