দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ
- আপডেট সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৪৪২ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। সব হিসেব শেষে এটি দাঁড়িয়েছে বলে জানান তিনি। এর আগে রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্পূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এখন মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ।
গতকাল বিকেল ৩টায় সচিব ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল, এরপর সাড়ে ৫টায় সেটা ৪০ শতাংশ বলে জানালো— এটা কীভাবে হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, টোটাল ২৯৮টি আসনের রেজাল্ট যখন আসা শুরু করলো তখন ওটা যোগ করলে একটা যোগফল বের হয়, এটা কোনো কঠিন কাজ নয়। এই যোগফল একটা এক্সেলে ফেলে দিলে একটা পারসেন্টেজ বের হয়ে আসে।
তিনি আরও বলেন, যখন গতকাল ২টার সময় বলি তখন এটা পুরোপুরি পার্সেন্টেজ না, আবার যখন ৪টায় সময় বলি তখনও এটা পুরোপুরি পার্সেন্টেজ না। তবে এখন সব রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। সেই রেজাল্টের ভিত্তিতে মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। এটা নিয়ে কারো যদি কোনো দ্বিধা থাকে তাহলে যে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারে। কেউ যদি মনে করে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সে চ্যালেঞ্জ করলে আমরা তাকে স্বাগত জানাবো।
এদিকে জাপান রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, উনারা আমাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা। ওরা একটা রিপোর্ট দিবে বলে জানিয়েছে।
সিইসি বলেন, ভোট পর্যবেক্ষণ করে তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন ১৫-১৬টা কেন্দ্র দেখেছেন। সুশৃঙ্খল যে নির্বাচনটা হয়েছে এটির ভূয়সী প্রশংসা করেছেন। ওরা বিশ্বাস করে নির্বাচনটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত।
এর আগে জাপান পর্যবেক্ষক বলেন, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এখন দেশে গিয়ে সরকারের কাছে রিপোর্ট দেওয়া হবে। পরবর্তীতে রিপোর্ট প্রকাশ করা হবে।