ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে: কাদের

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

তিনি জানান, টুুঙ্গিপাড়া এলে শক্তি আর সাহসে উজ্জীবিত হয় আওয়ামী লীগ। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

ওবায়দুল কাদের বলেন, ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। তবে এ ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধা-বিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস-অস্থিরতা তৈরি করে, তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

কাদের বলেন, ‘সরকার হটাতে বিরোধীরা এখনও বিদেশিদের দিকে তাকিয়ে আছে, কম্বোডিয়ার মত কিছু করা যায় কি না।’

বিরোধীদের আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায় এবং করবে বলেও জানান কাদের। বলেন, ‘নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে সরকার।’

বিরোধীরা যদি সহিংসতা করতে চায় সেক্ষেত্রে শান্তি শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় সব কিছুই সরকার করবে বলেও জানান কাদের।

কাদের বলেন, শেখ হাসিনা কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নিষেধাজ্ঞার পরোয়া করেন না। ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতিতে শেখ সরকারের কার্যাবলী পরিচালিত হবে।

এর আগে, সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। পরে বেলা পৌনে ১২টার দিকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তারা।

নিউজটি শেয়ার করুন

যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে: কাদের

আপডেট সময় : ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

তিনি জানান, টুুঙ্গিপাড়া এলে শক্তি আর সাহসে উজ্জীবিত হয় আওয়ামী লীগ। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

ওবায়দুল কাদের বলেন, ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। তবে এ ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধা-বিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস-অস্থিরতা তৈরি করে, তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

কাদের বলেন, ‘সরকার হটাতে বিরোধীরা এখনও বিদেশিদের দিকে তাকিয়ে আছে, কম্বোডিয়ার মত কিছু করা যায় কি না।’

বিরোধীদের আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায় এবং করবে বলেও জানান কাদের। বলেন, ‘নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে সরকার।’

বিরোধীরা যদি সহিংসতা করতে চায় সেক্ষেত্রে শান্তি শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় সব কিছুই সরকার করবে বলেও জানান কাদের।

কাদের বলেন, শেখ হাসিনা কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নিষেধাজ্ঞার পরোয়া করেন না। ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতিতে শেখ সরকারের কার্যাবলী পরিচালিত হবে।

এর আগে, সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। পরে বেলা পৌনে ১২টার দিকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তারা।