মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ৪২০ বার পড়া হয়েছে
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গণতন্ত্রের স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত বলেন, অসত্য ও অপ্রচার বন্ধে পদক্ষেপ নেয়া হবে। এই অপপ্রচার রোধ করতে গিয়ে আমরা চিন্তা করি মতপ্রকাশের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়, গণমাধ্যমের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়।
তিনি বলেন, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো বিষয় দ্রুত ছড়িয়ে পড়ে কাজেই নতুনভাবে আমাদের ভেবে কর্মকৌশল নিতে হবে। কীভাবে অপপ্রচার ও গুজবকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি, সেটির একটি কাঠামো দাঁড় করাতে পারি। কারণ দিনশেষে সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে যদি অপপ্রচার অবাধ ও স্বাধীনভাবে বিস্তৃতি লাভ করার সুযোগ পায়। তাহলে কিন্তু কোনোকিছুই দিনশেষে গণতন্ত্রের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে না, সেটা গণমাধ্যমের স্বাধীনতা বলি আর যাই বলি। সেখানে আমাদের একটি কর্মকৌশল নিতে হবে আলাদা করে।
এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন তথ্য প্রতিমন্ত্রীকে।
এ সময় সদ্য সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেন এবং নতুন প্রতিমন্ত্রীকে সহায়তার আশ্বাস দেন।