ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৩৯৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানান, ‘আমরা এটিকে (হুতিদের সঙ্গে যুদ্ধ) প্রসারিত করতে চাইছি না।’

বুধবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেস ব্রিফিংয়ে কিরবি বলেন, হুতিদের এখনো বেপরোয়া হামলা বন্ধ করে সঠিক পথ বেছে নেয়ার সময় আছে। কিরবি এমন এক সময় এ কথা বললেন, যখন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের টানা দুই দিনের হামলায় প্রতিক্রিয়ার রোববার ও সোমবার হুতিদের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবারও লোহিত সাগরে একটি গ্রিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। তাদের এই ধারাবাহিক হামলা জাহাজ কোম্পানিগুলোকে চরম দুশ্চিন্তায় ফেলেছে এবং বড় বিশ্বশক্তিগুলোকেও শঙ্কিত করছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন। নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা। পরে গত সপ্তাহে টানা দুইদিন ইয়েমেনে হুতিদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

এরপর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। কারণ, অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

আপডেট সময় : ০৮:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানান, ‘আমরা এটিকে (হুতিদের সঙ্গে যুদ্ধ) প্রসারিত করতে চাইছি না।’

বুধবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেস ব্রিফিংয়ে কিরবি বলেন, হুতিদের এখনো বেপরোয়া হামলা বন্ধ করে সঠিক পথ বেছে নেয়ার সময় আছে। কিরবি এমন এক সময় এ কথা বললেন, যখন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের টানা দুই দিনের হামলায় প্রতিক্রিয়ার রোববার ও সোমবার হুতিদের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, মঙ্গলবারও লোহিত সাগরে একটি গ্রিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। তাদের এই ধারাবাহিক হামলা জাহাজ কোম্পানিগুলোকে চরম দুশ্চিন্তায় ফেলেছে এবং বড় বিশ্বশক্তিগুলোকেও শঙ্কিত করছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছেন। নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা। পরে গত সপ্তাহে টানা দুইদিন ইয়েমেনে হুতিদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

এরপর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। কারণ, অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।