ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভাসহ ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরে-বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ফাতেহা পাঠ করবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।

রিজভী জানান, দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ ছাড়াও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সেই সঙ্গে অঙ্গ-সহযোগী ও পেশাজীবী বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে এবং অন্যান্য কর্মসূচি পালন করবে। এছাড়াও দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আপডেট সময় : ০৮:৪৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভাসহ ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরে-বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ফাতেহা পাঠ করবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।

রিজভী জানান, দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ ছাড়াও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সেই সঙ্গে অঙ্গ-সহযোগী ও পেশাজীবী বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে এবং অন্যান্য কর্মসূচি পালন করবে। এছাড়াও দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।