ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলার সুযোগ নেই: চুন্নু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘ইলেকশন সার্বিকভাবে ফেয়ার হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই। অনেক জায়গায় সুষ্ঠু হয়েছে, অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। এখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।’

গত ৭ জানুয়ারির ভোটে ২২২টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৬৬ টি আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। এরমধ্যে ২৬টিতে তাদের ছাড় দেয় আওয়ামী লীগ। এরপরেও জাতীয় পার্টি পায় ১১টি আসন। আওয়ামী লীগের ছাড় দেওয়া আসনের বাহিরে কোনো আসনই পায়নি দলটি।

গতবারের মতো এবারও কিশোরগঞ্জ–৩ আসন থেকে নির্বাচন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। নির্বাচনের সময় পোস্টারে ‘আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী’ লেখায় দলের ভেতরে এবং বাহিরে ব্যাপক সমালোচনায় পড়েন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘কাঙ্ক্ষিত ফল না পেলেও জাতীয় পার্টি জনগণের পক্ষে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

এসময়, সুনামগঞ্জ ও ময়মনসিংহে ক্ষমতাসীনদের পক্ষে জাল ভোটের অভিযোগ আনেন মুজিবুল হক চুন্নু।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলার সুযোগ নেই: চুন্নু

আপডেট সময় : ০৫:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বুধবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘ইলেকশন সার্বিকভাবে ফেয়ার হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই। অনেক জায়গায় সুষ্ঠু হয়েছে, অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। এখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।’

গত ৭ জানুয়ারির ভোটে ২২২টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৬৬ টি আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। এরমধ্যে ২৬টিতে তাদের ছাড় দেয় আওয়ামী লীগ। এরপরেও জাতীয় পার্টি পায় ১১টি আসন। আওয়ামী লীগের ছাড় দেওয়া আসনের বাহিরে কোনো আসনই পায়নি দলটি।

গতবারের মতো এবারও কিশোরগঞ্জ–৩ আসন থেকে নির্বাচন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। নির্বাচনের সময় পোস্টারে ‘আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী’ লেখায় দলের ভেতরে এবং বাহিরে ব্যাপক সমালোচনায় পড়েন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘কাঙ্ক্ষিত ফল না পেলেও জাতীয় পার্টি জনগণের পক্ষে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

এসময়, সুনামগঞ্জ ও ময়মনসিংহে ক্ষমতাসীনদের পক্ষে জাল ভোটের অভিযোগ আনেন মুজিবুল হক চুন্নু।