‘ভাগ-বাটোয়ারার মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছে সরকার’
- আপডেট সময় : ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ৪১৪ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ভাগ-বাটোয়ারার মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করেছে সরকার।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরের তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। মঈন খান বলেন, গণতন্ত্রকামী সকল দেশ, মানবাধিকার সংগঠন বলেছে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হয়েছে। দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই । শুধু টিআইবি নয়, দেশের জনগণ আজ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে।
তিনি আরও বলেন, দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্থনীতি সংকটের মুখে পড়েছে। উন্নয়নের নামে লুটপাট হয়েছে। বিএনপির লগি বৈঠার রাজনীতি করে না, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের মাধ্যমে একদফা দাবি আদায় করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।
এসময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চলছে। অতীতে আন্দোলনের মুখে কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকতে পারেনি, এবারও পারবে না।