ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে ফ্রান্স: ম্যাক্রোঁ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে ফ্রান্সের পক্ষ থেকে সাব সহযোগিতা থাকবে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দ্বি-পাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তারা। সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ১১ লাখের মতো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ মানবতার পরিচয় দিয়েছে। এর জন্য বাংলাদেশকে ধন্যবাদ তিনি।

তিনি বলেন, আগামী বছরগুলোতে ফ্রান্স বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যেকার সম্পর্ক নতুন দিগন্তের উন্মোচন করবে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সফরে গতকাল (রোববার) রাতে দিল্লি থেকে ঢাকায় আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ম্যাক্রোঁর।

নিউজটি শেয়ার করুন

স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে ফ্রান্স: ম্যাক্রোঁ

আপডেট সময় : ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে ফ্রান্সের পক্ষ থেকে সাব সহযোগিতা থাকবে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দ্বি-পাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তারা। সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ১১ লাখের মতো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ মানবতার পরিচয় দিয়েছে। এর জন্য বাংলাদেশকে ধন্যবাদ তিনি।

তিনি বলেন, আগামী বছরগুলোতে ফ্রান্স বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যেকার সম্পর্ক নতুন দিগন্তের উন্মোচন করবে।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সফরে গতকাল (রোববার) রাতে দিল্লি থেকে ঢাকায় আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে ম্যাক্রোঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ম্যাক্রোঁর।