ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এখনো বিরোধী দল হওয়ার চিঠি পাইনি: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এখনো বিরোধী দল হওয়ার আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ সোমবার বিকেলে রংপুর নগরীর পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংসদে ‘জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে’ এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

এর আগে, দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হচ্ছে– এমন ইঙ্গিত দিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ইঙ্গিতকে স্বাভাবিক হিসেবে দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে ঘোষণা দেওয়া হোক বা না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান দলটির চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি বা ঘোষণা পাইনি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সব সময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে। সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।’

জিএম কাদের আরও বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বাড়ছে। সেই সঙ্গে মানুষের চাকরির সুযোগ কমে যাচ্ছে। তাতে করে দেশের মানুষের অবস্থা ভালো না। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর থেকে উত্তোরণ হওয়া দরকার। যত তাড়াতাড়ি উত্তোরণ হবে ততই মঙ্গল।’

‘এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে সামনের দিকে এই সরকারের চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা এলে অনেকখানি চ্যালেঞ্জ কমে আসবে।’– বলেন জাপা চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতাকর্মীরা। পরে তিনি স্টেশন এলাকায় বিহারি ক্যাম্প পরিদর্শন ও গুদরি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এখনো বিরোধী দল হওয়ার চিঠি পাইনি: জিএম কাদের

আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

এখনো বিরোধী দল হওয়ার আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ সোমবার বিকেলে রংপুর নগরীর পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংসদে ‘জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে’ এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

এর আগে, দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হচ্ছে– এমন ইঙ্গিত দিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ইঙ্গিতকে স্বাভাবিক হিসেবে দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে ঘোষণা দেওয়া হোক বা না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান দলটির চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি বা ঘোষণা পাইনি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সব সময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে। সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।’

জিএম কাদের আরও বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বাড়ছে। সেই সঙ্গে মানুষের চাকরির সুযোগ কমে যাচ্ছে। তাতে করে দেশের মানুষের অবস্থা ভালো না। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর থেকে উত্তোরণ হওয়া দরকার। যত তাড়াতাড়ি উত্তোরণ হবে ততই মঙ্গল।’

‘এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে সামনের দিকে এই সরকারের চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা এলে অনেকখানি চ্যালেঞ্জ কমে আসবে।’– বলেন জাপা চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতাকর্মীরা। পরে তিনি স্টেশন এলাকায় বিহারি ক্যাম্প পরিদর্শন ও গুদরি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।