ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বরিশালকে গুঁড়িয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে খুলনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এভিন লুইস আর এনামুল হক বিজয়ের ঝোড়ো ব্যাটিংয়ে অভিজ্ঞতায় ভরপুর বরিশালকে গুঁড়িয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইগার্স। সোমবার (২২ জানুয়ারি) বরিশালের দেয়া ১৮৮ রানে্র জবাবে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায় খুলনা।

বড় রান তাড়া করতে নেমে খুলনা টাইগার্সের হয়ে শুরুতে ঝড় তোলেন এভিন লুইস। বরিশালের বোলারদের ওপর চড়া হয়ে প্রথম ছয় ওভারেই খুলনা সংগ্রহ করে ৮৭ রান। এর মধ্যে ২২ বলে ৫৩ রান করে মোহাম্মদ ইমরানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস। ৩৬ বলে ৪১ রান করে আউট হন আফিফ। তবে ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন অধিনায়ক এনামুল হক বিজয়।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইব্রাহীম জাদরানের উইকেট হারায় বরিশাল। তিনে নেমে দারুণ শুরু পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ১০ বলে ২২ রান করে রানআউটের শিকার হন তিনি।

তৃতীয় উইকেটে তামিম-মুশফিক গড়েন ৫৭ রানের জুটি। ৩৩ বলে ৫ চারে ৪০ রানের ইনিংস খেলার পথে বিপিএলে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। অভিজ্ঞ এই ব্যাটারের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাণ্ডব শুরু করেন মুশফিক।

দুজনে মিলে ৩০ বলের জুটিতে যোগ করেন ৫৪ রান। ১৯ বলে ২ চার ও ছক্কায় রিয়াদের ইনিংস থামে ২৭ রানে। অন্যদিকে, ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক।

নিউজটি শেয়ার করুন

বরিশালকে গুঁড়িয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে খুলনা

আপডেট সময় : ০৫:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

এভিন লুইস আর এনামুল হক বিজয়ের ঝোড়ো ব্যাটিংয়ে অভিজ্ঞতায় ভরপুর বরিশালকে গুঁড়িয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইগার্স। সোমবার (২২ জানুয়ারি) বরিশালের দেয়া ১৮৮ রানে্র জবাবে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায় খুলনা।

বড় রান তাড়া করতে নেমে খুলনা টাইগার্সের হয়ে শুরুতে ঝড় তোলেন এভিন লুইস। বরিশালের বোলারদের ওপর চড়া হয়ে প্রথম ছয় ওভারেই খুলনা সংগ্রহ করে ৮৭ রান। এর মধ্যে ২২ বলে ৫৩ রান করে মোহাম্মদ ইমরানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস। ৩৬ বলে ৪১ রান করে আউট হন আফিফ। তবে ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন অধিনায়ক এনামুল হক বিজয়।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইব্রাহীম জাদরানের উইকেট হারায় বরিশাল। তিনে নেমে দারুণ শুরু পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ১০ বলে ২২ রান করে রানআউটের শিকার হন তিনি।

তৃতীয় উইকেটে তামিম-মুশফিক গড়েন ৫৭ রানের জুটি। ৩৩ বলে ৫ চারে ৪০ রানের ইনিংস খেলার পথে বিপিএলে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। অভিজ্ঞ এই ব্যাটারের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তাণ্ডব শুরু করেন মুশফিক।

দুজনে মিলে ৩০ বলের জুটিতে যোগ করেন ৫৪ রান। ১৯ বলে ২ চার ও ছক্কায় রিয়াদের ইনিংস থামে ২৭ রানে। অন্যদিকে, ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক।