ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৪০৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সুন হাইয়ান।

মালদ্বীপ হয়ে ঢাকায় এসেছেন তিনি। তিন দিনের সফরে চীনা ভাইস মিনিস্টার আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া, ঢাকা সফরে চীনা ভাইস মিনিস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন। পাশপাপাশি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকার চীনা দূতাবাসের কিছু আনুষ্ঠানিকতাতে যোগ দেবেন সুন।

কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থানে ছিল চীন ও রাশিয়া। দেশ দুটি বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করার পাশাপাশি পুনরায় সরকার গঠন করায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অভিনন্দন ও সমর্থন দিয়েছে। নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আগ্রহও ব্যক্ত করেছে।

গত ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে টানা চতুর্থ এবং পঞ্চম মেয়াদে গত ১১ জানুয়ারি সরকার গঠন করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা নতুন সরকার গঠনের পর এটি চীন থেকে এবং বিদেশি কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান

আপডেট সময় : ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সুন হাইয়ান।

মালদ্বীপ হয়ে ঢাকায় এসেছেন তিনি। তিন দিনের সফরে চীনা ভাইস মিনিস্টার আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া, ঢাকা সফরে চীনা ভাইস মিনিস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন। পাশপাপাশি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকার চীনা দূতাবাসের কিছু আনুষ্ঠানিকতাতে যোগ দেবেন সুন।

কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থানে ছিল চীন ও রাশিয়া। দেশ দুটি বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করার পাশাপাশি পুনরায় সরকার গঠন করায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অভিনন্দন ও সমর্থন দিয়েছে। নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আগ্রহও ব্যক্ত করেছে।

গত ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে টানা চতুর্থ এবং পঞ্চম মেয়াদে গত ১১ জানুয়ারি সরকার গঠন করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা নতুন সরকার গঠনের পর এটি চীন থেকে এবং বিদেশি কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।