বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অটল যুক্তরাজ্য

- আপডেট সময় : ১০:১৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৪৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাজ্য যে অভিমত দিয়েছিল সেই অবস্থানেই রয়েছে দেশটি। এমনটাই জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (২৪ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে যুক্তরাজ্য যে অভিমত দিয়েছিল সেই অবস্থানের পরিবর্তন হয়নি। তবে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ইতিবাচকভাবে যুক্ত থাকবে যুক্তরাজ্য।
সারাহ কুক বলেন, গত ৮ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন ইস্যুতে একটি বিবৃতি দেয় যুক্তরাজ্য সরকার। আমরা এ নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব।
তিনি বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং রোহিঙ্গাদের সমস্যা সমাধানের মত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা নিয়ে আমরা আলোচনা করেছি।