০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাপার বিভিন্ন পর্যায়ের ৬৬৮ নেতার পদত্যাগ

বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় পার্টি (জাপা) থেকে ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের ৬৬৮ জন পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নেতাকর্মীরা।

পদত্যাগকারী নেতারা দাবি করেন, বর্তমান নেতৃত্ব জাতীয় পার্টিকে ভুল পথে পরিচালিত করছে, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও মহাসচিব মুজিবুল হক চুন্ন পার্টিকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়েছেন।

এছাড়া হুসেইন মুহাম্মাদ এরশাদের আদর্শ থেকে সরে দলটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পদত্যাগ করা বিভিন্ন নেতারা।

পার্টিতে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাপার প্রধান পৃষ্ঠপোশক ও একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করা রওশন এরশাদের নেতৃত্বে জাপার কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলেনে জানানো হয়।

এসময় মহানগর নেতারা দাবি করেন, টাকার বিনিময়ে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ায় এবার ভরাডুবি হয়েছে দলটির প্রার্থীদের। শিগগিরই জাতীয় পার্টি থেকে বেঈমানদের বের করে এরশাদের আদর্শে দল পুনর্গঠন করার কথাও জানান পদত্যাগ করা নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি থেকে আগেই বহিস্কৃত নেতা জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাপার ১১ জন এমপি নির্বাচিত হয়েছেন। তাঁরা এরইমধ্যে শপথ নিয়েছেন।

নির্বাচনে মনোনয়নপত্র কেনেননি গত সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দলে রওশনপন্থী বলে পরিচিত নেতাদের কেউ কেউ জাপার মনোনয়নবঞ্চিত হন। তারও আগে নানা অভিযোগে রওশনপন্থী কয়েক নেতাকে বহিষ্কার করা হয়। এই অবস্থার মধ্যে মাত্র ১১টি আসনে জাপা দলীয় সংসদ সদস্য প্রার্থীরা জয়ী হয়েছেন। সবমিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ রয়েছে।

এদিকে, নির্বাচনের পর শুরুতে মতবিরোধ থাকলেও গত ১০ জানুয়ারি শপথ নেন জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্যরা। সবশেষ গত ১৮ জানুয়ারি সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) দলের সংসদীয় নেতা নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে, গত ১৪ জানুয়ারি জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দুই নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয়। এর দু’দিন আগেও গত ১২ জানুয়ারি জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে বহিষ্কার করা হয়েছিল। এবার ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পদে থাকা ৬৭১ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করলেন।

জাপার বিভিন্ন পর্যায়ের ৬৬৮ নেতার পদত্যাগ

আপডেট : ০৫:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় পার্টি (জাপা) থেকে ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের ৬৬৮ জন পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নেতাকর্মীরা।

পদত্যাগকারী নেতারা দাবি করেন, বর্তমান নেতৃত্ব জাতীয় পার্টিকে ভুল পথে পরিচালিত করছে, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও মহাসচিব মুজিবুল হক চুন্ন পার্টিকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়েছেন।

এছাড়া হুসেইন মুহাম্মাদ এরশাদের আদর্শ থেকে সরে দলটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পদত্যাগ করা বিভিন্ন নেতারা।

পার্টিতে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাপার প্রধান পৃষ্ঠপোশক ও একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করা রওশন এরশাদের নেতৃত্বে জাপার কাউন্সিলের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলেনে জানানো হয়।

এসময় মহানগর নেতারা দাবি করেন, টাকার বিনিময়ে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ায় এবার ভরাডুবি হয়েছে দলটির প্রার্থীদের। শিগগিরই জাতীয় পার্টি থেকে বেঈমানদের বের করে এরশাদের আদর্শে দল পুনর্গঠন করার কথাও জানান পদত্যাগ করা নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি থেকে আগেই বহিস্কৃত নেতা জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাপার ১১ জন এমপি নির্বাচিত হয়েছেন। তাঁরা এরইমধ্যে শপথ নিয়েছেন।

নির্বাচনে মনোনয়নপত্র কেনেননি গত সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দলে রওশনপন্থী বলে পরিচিত নেতাদের কেউ কেউ জাপার মনোনয়নবঞ্চিত হন। তারও আগে নানা অভিযোগে রওশনপন্থী কয়েক নেতাকে বহিষ্কার করা হয়। এই অবস্থার মধ্যে মাত্র ১১টি আসনে জাপা দলীয় সংসদ সদস্য প্রার্থীরা জয়ী হয়েছেন। সবমিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ রয়েছে।

এদিকে, নির্বাচনের পর শুরুতে মতবিরোধ থাকলেও গত ১০ জানুয়ারি শপথ নেন জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্যরা। সবশেষ গত ১৮ জানুয়ারি সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) দলের সংসদীয় নেতা নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে, গত ১৪ জানুয়ারি জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দুই নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়া হয়। এর দু’দিন আগেও গত ১২ জানুয়ারি জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে বহিষ্কার করা হয়েছিল। এবার ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পদে থাকা ৬৭১ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করলেন।