ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যখাতকে উন্নত করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, গ্রামে চিকিৎসকদের থাকার জন্য পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। তারপরও কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘স্বাস্থ্যখাতে বিগত সময়ে অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো অনেক কাজ করা বাকি আছে। হাসপাতালে হাসপাতালে এখনো রোগীরা ফ্লোরে চিকিৎসা নেয়। ঢাকা মেডিকেলের ফ্লোরে রোগীদের চাপে হাঁটাচলা করাই মুশকিল, সেখানে ভালো চিকিৎসা দেওয়া চিকিৎসকদের জন্য তো কঠিন কাজ। আমরা এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। ফ্লোরে চিকিৎসা যাতে কাউকেই নিতে না হয় সেটি নিয়ে খুব দ্রুতই কাজ শুরু করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের ওপর হামলা অন্যদিকে চিকিৎসায় গাফেলতির সঙ্গে জড়িত চিকিৎসক কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে না পারলে দেশের স্বাস্থ্যখাতকে উন্নত করা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে উপজেলা পর্যায়ে সম্ভাব্য সব ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সুরক্ষা দিতে না পারলে মানুষকে সেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। আর তাই কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের মারধরের যে অপচেষ্টা তা থেকে বেরিয়ে আসতে হবে।’

উপজেলা পর্যায়ে চিকিৎসকদের অনুপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এমন অভিযোগ জানা আছে। কর্মরত চিকিৎসকদের জন্য সেখানকার পরিবেশ উন্নত করার বিষয়েও চিন্তাভাবনা চলছে। তারপরও যদি কোনো চিকিৎসক গ্রামে যেতে না চান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ মহানগর ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম সহ অন্যান্যরা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন

স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল সকাল থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করবেন।

২৬ ও ২৭ জানুয়ারি দুদিনের একটি সরকারি সফরে চট্রগ্রামের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহের সেবা কার্যক্রম পরিদর্শন করতে বর্তমানে চট্রগ্রামে অবস্থান করছেন স্বাস্থ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

দেশে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যখাতকে উন্নত করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, গ্রামে চিকিৎসকদের থাকার জন্য পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। তারপরও কোনো চিকিৎসক গ্রামে যেতে না চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘স্বাস্থ্যখাতে বিগত সময়ে অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো অনেক কাজ করা বাকি আছে। হাসপাতালে হাসপাতালে এখনো রোগীরা ফ্লোরে চিকিৎসা নেয়। ঢাকা মেডিকেলের ফ্লোরে রোগীদের চাপে হাঁটাচলা করাই মুশকিল, সেখানে ভালো চিকিৎসা দেওয়া চিকিৎসকদের জন্য তো কঠিন কাজ। আমরা এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। ফ্লোরে চিকিৎসা যাতে কাউকেই নিতে না হয় সেটি নিয়ে খুব দ্রুতই কাজ শুরু করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের ওপর হামলা অন্যদিকে চিকিৎসায় গাফেলতির সঙ্গে জড়িত চিকিৎসক কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে না পারলে দেশের স্বাস্থ্যখাতকে উন্নত করা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করতে উপজেলা পর্যায়ে সম্ভাব্য সব ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সুরক্ষা দিতে না পারলে মানুষকে সেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। আর তাই কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের মারধরের যে অপচেষ্টা তা থেকে বেরিয়ে আসতে হবে।’

উপজেলা পর্যায়ে চিকিৎসকদের অনুপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এমন অভিযোগ জানা আছে। কর্মরত চিকিৎসকদের জন্য সেখানকার পরিবেশ উন্নত করার বিষয়েও চিন্তাভাবনা চলছে। তারপরও যদি কোনো চিকিৎসক গ্রামে যেতে না চান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জনসহ মহানগর ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম সহ অন্যান্যরা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন

স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল সকাল থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করবেন।

২৬ ও ২৭ জানুয়ারি দুদিনের একটি সরকারি সফরে চট্রগ্রামের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহের সেবা কার্যক্রম পরিদর্শন করতে বর্তমানে চট্রগ্রামে অবস্থান করছেন স্বাস্থ্যমন্ত্রী।