৩০ জানুয়ারি শান্তি সমাবেশ করবে আ’লীগ
- আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৪১২ বার পড়া হয়েছে
আগামী ৩০শে জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ।
শনিবার (২৭শে জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ শীর্ষক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’’ সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।’’
২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের খেলা শেষ। আগামী ৫ বছর হবে রাজনীতির খেলা। দুর্নীতি, হরতাল, আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও খেলা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহামুদ বলেন, নির্বাচনের আগে গর্তে ঢুকে থাকা বিএনপি বেরিয়ে এসে আবার বিশৃঙখলা করতে চায়। কালো পতাকা মিছিল দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেন দলের প্রেসেডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক।।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি অপেক্ষায় ছিল, দেশে ভিসা নিষেধাজ্ঞা আসবে। সপ্তম নৌবহর আসবে। কিন্তু কিছুই আসেনি। এখন বিদেশীরা ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন বলেও জানান মন্তব্য করেন ড. আব্দুর রাজ্জাক।