ভারত পাশে থাকায় নির্বাচন ভণ্ডুলের চেষ্টা সফল হয়নি: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত পাশে থাকায় নির্বাচন ভণ্ডুলের চেষ্টা সফল হয়নি। বিএনপি কর্মসূচির নামে সহিংসতার চেষ্টা করলে তা মোকাবেলার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের।
রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় নতুন সরকারের সাথে যোগাযোগ, অর্থনৈতিক অংশীদারিত্বসহ নানা বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার জানান, নতুন নতুন ক্ষেত্রে কাজ করতে চায় ভারত।
পরে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দু’দেশের সম্পর্কে সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দাবি করেন, ভারতের সাথে সীমান্ত সম্পর্কের অবস্থা আগের চেয়ে ভালো। জানান, মিয়ারমারের সাথে সংঘাতে যাবেনা , আলোচনা করেই সমাধানে যাবে সরকার।
নোবেলজয়ী ড. ইউনূসের মামলা প্রসঙ্গে ও কথা বলেন তিনি। নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে শ্রমিকরা; তাই এখানে সরকারের দোষের কিছু নেই।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা চলবে। জানান, বিএনপি কর্মসূচির নামে সহিংসতা করলে জনমালের নিরাপত্তায় যা দরকার করা হবে।
কাদের বলেন, ‘স্বতন্ত্রতো স্বতন্ত্রই, তাঁরা আবার বিরোধী দল হয় কীভাবে। জাতীয় পার্টির বেশ কয়েকজন সদস্য আছেই। এক সময় তো সুরঞ্জিত সেন গুপ্ত একাই বিরোধী দলে ছিলেন। তখন কী সংসদ চলেনি? কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না।’
কাদের বলেন, ‘কঠিন সময় অতিক্রম করার সাহস ও অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে। ভবিষ্যতেও থাকবে।’
আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করলে তা রক্ষায় সরকার ভূমিকা রেখে যাবে বলেও উল্লেখ করেন কাদের। বলেন, জনগণের সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব।
সম্প্রতি মিয়ানমারে রাখাইনদের ওপর সেনাবাহিনীর হামলার বিষয়ে কাদের বলেন, এর আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছিল তখন অনেক উসকানি ছিল। বাংলাদেশ উসকানিতে পা দেয়নি। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতে যাবে না। আলোচনা করে সমাধান করবে বাংলাদেশ।