গাজার খান ইউনিসে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল
- আপডেট সময় : ০৮:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
টানা সাত দিন ধরে দক্ষিণ গাজার খান ইউনিসে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেখানকার হাসপাতালগুলো ঘিরে চলছে বোমার্বষণ।
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-আমাল হাসপাতাল অবরোধ করে রাখায় ওই হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সেখান থেকে বের করা সম্ভব হচ্ছে না। আর এ কারণে হাসপাতাল প্রাঙ্গণেই তিনজনের মরদেহ দাফন করা হয়েছে।
জাতিসংঘের গাজার শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লি¬উএ জানিয়েছে, বোমা হামলা ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধার কারণে গাজার ২২টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মাত্র ৪টি চালু রয়েছে। গত সপ্তাহে সংস্থাটি সতর্ক করেছিল যে, গাজায় মাত্র ছয়টি স্বাস্থ কেন্দ্রে সেবা দেয়া হচ্ছে।
গাজার পশ্চিমাঞ্চলের আল-শাতি ও মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গত ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় ২৬ হাজার ৪’শ ফিলিস্তিনি নিহত হয়েছে।