ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংখ্যালঘুদের নির্যাতন-নিপীড়ন, তদন্ত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথাকথিত ডামি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, গুরুতর জখম ও এলাকা ছাড়ার হুমকিসহ নিপীড়ন-নির্যাতন সরেজমিনে তদন্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এজন্য একটি কমিটি গঠন করেছে দলটি। আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে তারা।

সোমবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ৭ জানুয়ারি তামাশার নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছেন। তাদের ওপর চলেছে বর্বর নিপীড়ন—নির্যাতন। দেশের অনেক জায়গায় রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল আওয়ামী সন্ত্রাসী ক্যাডাররা। সেটা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট ডি কস্টা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এস এন তরুণ দে, যুবদলের সহ-তথ্য সম্পাদক পার্থ দেব মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সংখ্যালঘুদের নির্যাতন-নিপীড়ন, তদন্ত করবে বিএনপি

আপডেট সময় : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

তথাকথিত ডামি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, গুরুতর জখম ও এলাকা ছাড়ার হুমকিসহ নিপীড়ন-নির্যাতন সরেজমিনে তদন্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এজন্য একটি কমিটি গঠন করেছে দলটি। আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে তারা।

সোমবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ৭ জানুয়ারি তামাশার নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছেন। তাদের ওপর চলেছে বর্বর নিপীড়ন—নির্যাতন। দেশের অনেক জায়গায় রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল আওয়ামী সন্ত্রাসী ক্যাডাররা। সেটা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট ডি কস্টা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এস এন তরুণ দে, যুবদলের সহ-তথ্য সম্পাদক পার্থ দেব মন্ডল প্রমুখ।