ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রংপুরের টানা দ্বিতীয় জয়

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / ৪০০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড পারফরম্যান্সে কুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রংপুরের দেয়া ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ রানের জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বাবর আজম-সাকিবের দল।

রান তাড়ায় শুরুতে কোনো রান না করে আউট হন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। এরপর ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন মাহিদুল ইসলাম অংকন ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ব্যাট থেকে দ্বিতীয় উইকেটে আসে ৫৯ রান।

রিজওয়ান ১৭ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মাহিদুল। ৫৫ বলে ৬৩ রান করেন তিনি। শেষ দিকে জয়ের জন্য চেষ্টা করেছিলেন তাওহিদ হৃদয় ও খুশদিল শাহ। তবে রংপুরের বোলারদের ওপর চড়াও হতে পারেননি তারা।

সাকিবের করা শেষ ওভারটা হলো বেশ নাটকীয়। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রানের। জাকের আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ওভারে কুমিল্লা ২০ রান তুলতে পারলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলো না।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় রংপুর। একটি করে চার-ছক্কায় শুরু করা ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে ১৪ রানে ফেরান তানভীর। কিং ফেরার পর আরেক ওপেনার বাবর আজমকে নিয়ে রংপুরের রানের চাকা সচল রাখেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ।

১১তম ওভারে বাবরকে বোল্ড করেন স্পিনার খুশদিল শাহ। স্বদেশীর শিকার হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৩৭ রান করেন বাবর। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৫৫ রান যোগ করেন ফজলে-বাবর।

পঞ্চম উইকেটে কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন দুই আফগানিস্তানি ওমরজাই ও মোহাম্মদ নবী। মুস্তাফিজের করা ১৮তম ওভারে ওমারজাইর ২টি ছক্কা ও ১টি চারে ২১ রান পায় রংপুর। ৭ বলে ১৩ রান করেন নবী। শেষ ৯ বলে ২১ রান তুলে রংপুরকে ৫ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ওমরজাই ও অধিনায়ক নুরুল হাসান সোহান।

নিউজটি শেয়ার করুন

রংপুরের টানা দ্বিতীয় জয়

আপডেট সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড পারফরম্যান্সে কুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রংপুরের দেয়া ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ রানের জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বাবর আজম-সাকিবের দল।

রান তাড়ায় শুরুতে কোনো রান না করে আউট হন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। এরপর ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন মাহিদুল ইসলাম অংকন ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ব্যাট থেকে দ্বিতীয় উইকেটে আসে ৫৯ রান।

রিজওয়ান ১৭ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মাহিদুল। ৫৫ বলে ৬৩ রান করেন তিনি। শেষ দিকে জয়ের জন্য চেষ্টা করেছিলেন তাওহিদ হৃদয় ও খুশদিল শাহ। তবে রংপুরের বোলারদের ওপর চড়াও হতে পারেননি তারা।

সাকিবের করা শেষ ওভারটা হলো বেশ নাটকীয়। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রানের। জাকের আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ওভারে কুমিল্লা ২০ রান তুলতে পারলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলো না।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় রংপুর। একটি করে চার-ছক্কায় শুরু করা ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে ১৪ রানে ফেরান তানভীর। কিং ফেরার পর আরেক ওপেনার বাবর আজমকে নিয়ে রংপুরের রানের চাকা সচল রাখেন তিন নম্বরে নামা ফজলে মাহমুদ।

১১তম ওভারে বাবরকে বোল্ড করেন স্পিনার খুশদিল শাহ। স্বদেশীর শিকার হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৩৭ রান করেন বাবর। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৫৫ রান যোগ করেন ফজলে-বাবর।

পঞ্চম উইকেটে কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন দুই আফগানিস্তানি ওমরজাই ও মোহাম্মদ নবী। মুস্তাফিজের করা ১৮তম ওভারে ওমারজাইর ২টি ছক্কা ও ১টি চারে ২১ রান পায় রংপুর। ৭ বলে ১৩ রান করেন নবী। শেষ ৯ বলে ২১ রান তুলে রংপুরকে ৫ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ওমরজাই ও অধিনায়ক নুরুল হাসান সোহান।