০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আতে ঘা লাগায় টিআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আতে ঘা লাগায় টিআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। ক্ষমতাসীনরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। নতুন কর্মসূচি আসবে, নেতা-কর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সব পর্যায়ে দুর্নীতি-লুটপাট, টাকা পাচারের পর নির্বাচনও সরকারের মহা-দুর্নীতি। সংসদ শুরু না হতেই আবাসিক পর্যায়ে গ্যাসের প্রি-পেইড মিটারের বিল দ্বিগুণ করার সমালোচনা করেন তিনি। বলেন, জবাবদিহিতা না থাকায় নিজেদের মতো করে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ক্ষমতাসীনরা।

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতার জন্য প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: শ্রম সচিব

আতে ঘা লাগায় টিআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে সরকার: রিজভী

আপডেট : ০৫:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আতে ঘা লাগায় টিআইবির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। ক্ষমতাসীনরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। নতুন কর্মসূচি আসবে, নেতা-কর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সব পর্যায়ে দুর্নীতি-লুটপাট, টাকা পাচারের পর নির্বাচনও সরকারের মহা-দুর্নীতি। সংসদ শুরু না হতেই আবাসিক পর্যায়ে গ্যাসের প্রি-পেইড মিটারের বিল দ্বিগুণ করার সমালোচনা করেন তিনি। বলেন, জবাবদিহিতা না থাকায় নিজেদের মতো করে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ক্ষমতাসীনরা।