০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আদভানিকে ‘ভারতরত্ন’ দেয়ার ঘোষণা মোদির

ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘তাঁকে (লালকৃষ্ণ আদভানি) ভারতরত্ন’ পদক প্রদান আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত।’ এই সম্মানে ভূষিত হওয়ার জন্য আদভানিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোদি। এক্সের সেই পোস্টে নরেন্দ্র মোদি আদভানির সঙ্গে দুটি ছবিও ট্যাগ করেছেন। এসময় লালকৃষ্ণ আদভানিকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী মোদি।

অটলবিহারী বাজপেয়ী সরকারে উপ-প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন বিজেপি নেতা আদভানি। ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের উভয় কক্ষের সদস্য ছিলেন। ভারতীয় পার্লামেন্টে সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন লালকৃষ্ণ আদভানি। তিনি বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য।

আদভানিকে ‘ভারতরত্ন’ দেয়ার ঘোষণা মোদির

আপডেট : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন’ সম্মাননা পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘তাঁকে (লালকৃষ্ণ আদভানি) ভারতরত্ন’ পদক প্রদান আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত।’ এই সম্মানে ভূষিত হওয়ার জন্য আদভানিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোদি। এক্সের সেই পোস্টে নরেন্দ্র মোদি আদভানির সঙ্গে দুটি ছবিও ট্যাগ করেছেন। এসময় লালকৃষ্ণ আদভানিকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী মোদি।

অটলবিহারী বাজপেয়ী সরকারে উপ-প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন বিজেপি নেতা আদভানি। ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের উভয় কক্ষের সদস্য ছিলেন। ভারতীয় পার্লামেন্টে সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন লালকৃষ্ণ আদভানি। তিনি বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য।