মধ্যপ্রাচ্যে মার্কিন হামলা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে
ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার অনুরোধে সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় বৈঠকটি বসবে বলে কূটনৈতিক সূত্রসমূহ জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত ও ৪১ জন আহত হয়েছে। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন।
এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট ৮৫টির বেশি লক্ষ্যে একযোগে এ বিমান হামলা চালায়।