লিগ শীর্ষে থাকলো রিয়াল
- আপডেট সময় : ০৮:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৭ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় ১-১ গোলের রোমাঞ্চকর ড্র’য়ে শেষ হলো ‘মাদ্রিদ’ ডার্বি। রিয়াল মাদ্রিদ নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-০’তে এগিয়ে থাকার পর যোগ সময়ের তৃতীয় মিনিটে গোল শোধ দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ড্র’য়ে দুই পয়েন্ট ব্যবধানে লিগ শীর্ষে থাকলো রিয়াল।
নগর প্রতিদ্বন্দ্বীর কাছে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ৫-৩’এ ও কোপা দেল রে’র শেষ ষোলোর লড়াই ৪-২’এ হারের তেতো স্বাদ নিয়ে রবিবার ঘরের মাঠে ম্যাচটি খেলতে নামে রিয়াল। দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিউস ওয়ার্ম-আপ করার সময় কাঁধে ব্যথা অনুভব করায় তাকে বেঞ্চে রেখেই একাদশ নামান রিয়াল কোচ। আক্রমণে আধিপত্য নিয়ে ২০ মিনিটে এগিয়েও যায় লিগ লিডাররা। গোলদাতা ভিনিসিউসের বদলি নামা ব্রাহিম দিয়াস।
গোল শোধ দিতে মরিয়া অ্যাটলেটিকো দ্বিতীয়ার্ধে চেপে ধরে রিয়ালকে। মাঝমধ্যে পাল্টা জবাব দিতে থাকা স্বাগতিকদের কপাল পোড়ে যোগ করা চার মিনিট সময়ের তৃতীয় মিনিটে। ডি-বক্সে মেমফিস ডিপাইয়ের হেড পাস থেকে হেডেই গোল শোধ দেন মার্কোস লরেন্তে। ২৩ ম্যাচে রিয়ালের ৫৮ পয়েন্টের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে টেবিলের চারেই থাকলো অ্যাটলেটিকো। সমান খেলায় জিরোনা ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ৫০ পযেন্ট নিয়ে তিনে রয়েছে।