ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিল্পকলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেতা আহমেদ রুবেলের আঁতুড় ঘর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কেননা সেলিম আল দীনের নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকেই তাঁর অভিনয়ের হাতেখড়ি। এবারও শেষবারের মতো সেখানে গেলেন তিনি। তবে আজ সকালে এ যাওয়াটা ছিল অন্যরকম। নিথর দেহে শেষবারের মতো তাঁর শিল্পকলা ভ্রমণ। সহকর্মী ও অনুরাগীরা সেখানে তাঁকে শ্রদ্ধা জানালেন।

ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজারে করে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ শিল্পকলা চত্বরে আনা হয় আহমেদ রুবেলের মরদেহ। গাড়ি থেকে নামানোর সাথে সাথে তাঁকে একনজর দেখতে ঘিরে ধরেন সবাই। শিল্পীকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা।

ঢাকা থিয়েটার ছাড়াও অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেন। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।’

জানা গেছে, শিল্পকলার পর দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ি গাজীপুরের ছায়াঘেরা বাগানে সমাহিত হবেন অভিনেতা আহমেদ রুবেল। বাদ আসর সেখানে তাঁকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির বিশেষ শো-তে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। সেখানে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

শিল্পকলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল

আপডেট সময় : ০৯:৫৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

অভিনেতা আহমেদ রুবেলের আঁতুড় ঘর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কেননা সেলিম আল দীনের নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকেই তাঁর অভিনয়ের হাতেখড়ি। এবারও শেষবারের মতো সেখানে গেলেন তিনি। তবে আজ সকালে এ যাওয়াটা ছিল অন্যরকম। নিথর দেহে শেষবারের মতো তাঁর শিল্পকলা ভ্রমণ। সহকর্মী ও অনুরাগীরা সেখানে তাঁকে শ্রদ্ধা জানালেন।

ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজারে করে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ শিল্পকলা চত্বরে আনা হয় আহমেদ রুবেলের মরদেহ। গাড়ি থেকে নামানোর সাথে সাথে তাঁকে একনজর দেখতে ঘিরে ধরেন সবাই। শিল্পীকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা।

ঢাকা থিয়েটার ছাড়াও অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেন। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।’

জানা গেছে, শিল্পকলার পর দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে অভিনেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ি গাজীপুরের ছায়াঘেরা বাগানে সমাহিত হবেন অভিনেতা আহমেদ রুবেল। বাদ আসর সেখানে তাঁকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির বিশেষ শো-তে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। সেখানে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।