ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচনের পরই ১২ মামলায় ইমরানের জামিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১২টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। আজ শনিবার ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটের ফলে এগিয়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা। এরমধ্যেই ইমরানকে ১২ মামলায় জামিনা দেওয়া হলো।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পিটিআইর জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে।

যেসব মামলায় ইমরান ও কুরেশি জামিন পেয়েছেন সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেপ্তার হয়েছিলেন ইমারান খান। এর জেরে বিক্ষোভে ফেটে পড়ে তাঁর দল পাকিস্তান পিটিআইর নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ওইবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়।

গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান। নির্বাচনের আগে তাঁকে তোশাখানা ও সাইফার মামলায় ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রকাশিত ভোটের ফলে এগিয়ে রয়েছে ইমরান খানের পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এ পর্যন্ত ঘোষিত ২৫০টি আসনের মধ্যে ৯৯টিতে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ৭১টি আসন। আর ৫৩ আসন পেয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তান পিপলস পার্টি। এ অবস্থায় জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নওয়াজ শরিফ।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের পরই ১২ মামলায় ইমরানের জামিন

আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১২টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। আজ শনিবার ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটের ফলে এগিয়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা। এরমধ্যেই ইমরানকে ১২ মামলায় জামিনা দেওয়া হলো।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পিটিআইর জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে।

যেসব মামলায় ইমরান ও কুরেশি জামিন পেয়েছেন সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেপ্তার হয়েছিলেন ইমারান খান। এর জেরে বিক্ষোভে ফেটে পড়ে তাঁর দল পাকিস্তান পিটিআইর নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ওইবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়।

গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান। নির্বাচনের আগে তাঁকে তোশাখানা ও সাইফার মামলায় ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রকাশিত ভোটের ফলে এগিয়ে রয়েছে ইমরান খানের পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এ পর্যন্ত ঘোষিত ২৫০টি আসনের মধ্যে ৯৯টিতে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ৭১টি আসন। আর ৫৩ আসন পেয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তান পিপলস পার্টি। এ অবস্থায় জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নওয়াজ শরিফ।