শ্রীলঙ্কার তিনটি বিমানবন্দর পরিচালনার দায়িত্বে আদানি!
- আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩৯ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার তিনটি বিমানবন্দরের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দায়িত্ব পেতে পারে ভারতের শিল্পপতি ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। সম্প্রতি শ্রীলঙ্কার পর্যটন, ভূমি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের মন্ত্রী হারিন ফার্নান্দো এই তথ্য জানান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এ ব্যাপারে এখনো কোনো চুক্তি হয়নি। আলোচনার পর্যায়ে রয়েছে এই উদ্যোগ।
সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে শ্রীলঙ্কার মন্ত্রী হারিন ফার্নান্দো সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনটি বিমানবন্দরের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পেতে পারে আদানি গ্রুপ। এ নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’
কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর এ তালিকায় রয়েছে। ১৯৭০ সালে চালু হওয়া এই বিমানবন্দরটি দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকের নামে নামকরণ করা হয়েছে। শ্রীলঙ্কার সবচেয়ে পরিচিত বিমানবন্দর এটি। এ ছাড়া রয়েছে রত্মালানা ও মাতালা বিমানবন্দর।
এমন এক সময়ে আদানি গ্রুপের সঙ্গে দেশটি এই চুক্তি করতে যাচ্ছে, যখন পর্যটন খাত আবারও চাঙা করার চেষ্টা চলছে। গত বছর দেশটিতে ভ্রমণ করেন প্রায় ১৫ লাখ বিদেশি। আগের বছরের চেয়ে এই সংখ্যা দ্বিগুন। ভারত থেকেই গেছেন এর ৩৭ শতাংশ।