কাদা থেকে মন্ত্রীকে যেভাবে টেনে তোলা হলো
- আপডেট সময় : ০৬:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৮৫ বার পড়া হয়েছে
আছাড় খাওয়া যেমন স্বাভাবিক, তেমনি কাউকে আছাড় খেতে দেখলে হাসি পাওয়া মানুষের স্বভাবগত। তাই বলে একজন মন্ত্রীর আছাড় খাওয়া নিয়ে হাসাহাসি বোধহয় খুব একটা শোনা যায় না। এমন ঘটনাই ঘটেছে ভারতের নাগাল্যান্ডে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং তাঁর এলাকার রাস্তা তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ দেখতে গিয়ে কাদা–পানিতে পড়ে যান। মন্ত্রীকে টেনেটুনে উদ্ধারে চেষ্টার ত্রুটি রাখেননি কেউ। আর সেই উদ্ধারের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
গাড়ি চালানোর জন্য রাস্তা কতটা উপযুক্ত, তা বোঝার জন্য কাজের জায়গায় গিয়েছিলেন মন্ত্রী তেমজেন ইমনা। আর সেখানেই কাদায় পা পড়ে একেবারে ধপাস! কাদাভরতি ডোবায় পড়ে হাবুডুবু খাওয়ার জোগাড়। সারা গায়ে কাদা–পানি লেগে একাকার। স্থূলকায় মন্ত্রীকে তখন উদ্ধারের চেষ্টায় নিজেদের চেষ্টার কমতি রাখেনি সাঙ্গোপাঙ্গোরা। তিনি নিজেও ওঠার অনেক চেষ্টা করেন। শেষমেশ উঠতে পারেন ডোবা থেকে।
ঘটনার ভিডিও করেন একজন। ভিডিওতে দেখা যায়, কেউ সামনে থেকে মন্ত্রীকে টানছেন, তো কেউ পিছন থেকে ঠেলছেন। এতে আরও বেশি করে কাদায় ডুবে যাচ্ছেন স্থূলকায় মন্ত্রী। আর এহেন দৃশ্য দেখে কেউ আর হাসি চেপে রাখতে পারছেন না। মন্ত্রীও কম রসিক নন। তিনিও দর্শকদের সঙ্গে পাল্লা দিয়ে হাসছিলেন।
এই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে একেবারে ভাইরাল হন নাগাল্যান্ডের মন্ত্রী। মন্ত্রী নিজেও পোস্ট করেন ভিডিওটি। যা দেখে হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে।
Aaj JCB ka Test tha !
Note: It's all about NCAP Rating, Gadi Kharidney Se Pehley NCAP Rating Jarur Dekhe.
Kyunki Yeh Aapke Jaan Ka Mamla Hain !! pic.twitter.com/DydgI92we2
— Temjen Imna Along(Modi Ka Parivar) (@AlongImna) February 10, 2024