জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা এ্যানি
গাজীপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে একাধিক মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সকল মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
২০২৩ সালের ১০ অক্টোবর গভীর রাতে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।