মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠাবে রাশিয়া!
- আপডেট সময় : ০৫:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে
পারমাণবিক অস্ত্র নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধের সময় থেকেই। নিজেদের মতো করে এ ধরনের অস্ত্র বানিয়ে যাচ্ছে আমেরিকা। যদিও এই অস্ত্র ব্যবহার করা আইনগতভাবে নিষিদ্ধ। তবে এবার ওয়াশিংটন দাবি করছে, মহাকাশেও পারমাণবিক অস্ত্র বসাতে চাইছে রাশিয়া। দেশটির বেশ কয়েকজন গোয়েন্দা এমন আভাসই দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, মহাকাশে পারমাণবিক অ্যান্টি–স্যাটেলাইট ব্যবস্থা স্থাপন করতে চাইছে রুশ সামরিক বাহিনী। এরই মধ্যে তারা সেই সক্ষমতাও অর্জন করে ফেলেছে বলে দাবি মার্কিন গোয়েন্দাদের। তারা সম্প্রতি মার্কিন কংগ্রেস ও আমেরিকার মিত্র দেশগুলোকে এ নিয়ে জানিয়েছেন।
মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতারা বলছেন, মহাকাশে এই কার্যক্রম চালানোর যে তথ্য তাদের হাতে এসেছে তা খুব গুরুতর। আর এসব তথ্য সবার সামনে আনা দরকার। সবার জন্য উন্মুক্ত করা দরকার। তবে কংগ্রেসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য বলছেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই।
মার্কিন গোয়েন্দারা বলছেন, মহাকাশে পারমাণবিক অ্যান্টি–স্যাটেলাইট ব্যবস্থা বসানোর ক্ষমতা থাকলেও, এখনো সেই কার্যক্রম শুরু করেনি রুশ সামরিক বাহিনী। তবে তারা কতদূর এগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের কয়েকজন সিএনএনকে জানায়, মানুষের ক্ষতি হবে এমন কোনো অস্ত্র মহাকাশে বসাতে পারবে না রাশিয়া।
এ ব্যাপারে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হ্যান্স ক্রিস্টেনস্টেন বলেন, মহাকাশে রুশ পারমাণবিক অ্যান্টি–স্যাটেলাইট বসানো আমেরিকার জন্য বিপদ।