চলতি মৌসুমের শেষে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে!
- আপডেট সময় : ০৭:১৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে
অবশেষে ঘোষণাটা দিয়েই দিলেন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমের শেষে পিএসজি ছাড়ছেন ফরাসি তারকা ফরোয়ার্ড। এরই মধ্যে প্যারিসের ক্লাবটির সভাপতি নাসের আল খেলায়ফিকে সে কথা জানিয়ে দিয়েছেন ২৫ বছরের ফ্রান্স অধিনায়ক।
প্রতি মৌসুমের দলবদলে এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন উঠলেও সেটি সত্যি হয়নি। এবার এমবাপ্পে নিজেই ফরাসি ক্লাবটির সঙ্গে ৭ বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তবে ভবিষ্যৎ গন্তব্য কোথায়, তা খোলাসা হয়নি। পরবর্তী ঠিকানা সম্পর্কে এমবাপ্পে মুখ না খুললেও সেটি যে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিতই। ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন ছেপেছে।
২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে নাম লেখানো এমবাপ্পের ২০২২ সালে রিয়ালে যাওয়া বলতে গেলে চূড়ান্তই হয়ে গিয়েছিলো। শেষ মুহূর্তে প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেন ফরাসি ফরোয়ার্ড। ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ করে ‘ফ্রি এজেন্ট’ হয়ে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এমবাপ্পে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলে ২০১৮-তে শিরোপা জিতলেও ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি।