আমাদের কাছে প্রতিরোধ যোদ্ধারা সন্ত্রাসী গোষ্ঠী নয়: ওসিএইচএর প্রধান
- আপডেট সময় : ০৭:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, আমাদের কাছে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এটি একটি রাজনৈতিক মতাদর্শ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ভবিষ্যৎ ফিলিস্তিনের অংশ হবে না হামাস—জোর দিয়ে বলা ইসরায়েলের এ বক্তব্য প্রসঙ্গে মার্টিন গ্রিফিথসের মতামত জানতে চাওয়া হয়। পরে তিনি বলেন, কোনো আলোচনা ছাড়াই এই সংগঠনগুলোকে সরিয়ে দেয়া খুব কঠিন। কারণ সংগঠনগুলো স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের এই বক্তব্যকে স্পষ্ট করে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট দিয়েছেন মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, ‘শুধু স্পষ্ট করার জন্য বলছি—জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় হামাস নেই। তবে এতে গত ৭ অক্টোবরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড কম ভয়ংকর বা কম নিন্দনীয় হয়ে যায় না। আমি এটা বারবার বলে আসছি।’
স্কাই নিউজের সাক্ষাৎকারে ওসিএইচএর প্রধান বলেন, ‘আপনি যদি এমন লোকদের কাছে নিরাপদ থাকতে চান, যারা অবধারিতভাবে আপনার প্রতিবেশী হতে চলেছে, তবে তাদের সঙ্গে অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একটি সম্পর্ক তৈরি করতে হবে।’
এদিকে মার্টিন গ্রিফিথসের এসব কথার তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘তাকে (মার্টিন গ্রিফিথস) ধিক্কার! জাতিসংঘ প্রতিদিনই আরও নিচে নামছে। জাতিসংঘের সহায়তাসহ কিংবা ছাড়াই আমরা হামাসকে নির্মূল করব। ইহুদিদের রক্ত সস্তা নয়।’
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, ‘জাতিসংঘের হামাসপন্থী অবস্থান অবশেষে টিভিতে উন্মোচিত হয়েছে। শত শত বেসামরিক মানুষকে নৃশংসভাবে হত্যা করা কি সন্ত্রাস নয়? নারীদের পরিকল্পিতভাবে ধর্ষণ কি সন্ত্রাস নয়? ইহুদিদের গণহত্যার চেষ্টা কি সন্ত্রাস নয়?’