ড. ইউনূসের মামলায় সরকারের হাত নেই: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সরকারের কোন হাত নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে ড. ইউনুসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, “ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন। এসব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরকারের কোন হাত নেই।”
বিএনপির আন্দোলন নিয়ে আইনমন্ত্রী বলেন, “দেশে গণতন্ত্র আছে। নির্বাচন ঘিরে দেশের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ সবাই দেখেছে। মানুষ এখন সরকারের উন্নয়ন কাজে মনোযোগী।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, তারা (বিএনপি) কত ভাঙচুর করেছে। আপনারা দেখেছেন, তারা রেলগাড়ির বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা দেখেছেন, ২০১৩ সালে তারা বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এই ভাঙচুর, মানুষ মারা, আগুন দেওয়া—এগুলো বিএনপির অভ্যাস।’
এদিন দুপুরে কসবা উপজেলার কুটি বাজার-কসবা পুরোনো বাজার ডিসি সড়কের বিজনা নদীতে একটি সেতুর উদ্বোধন করেন আইনমন্ত্রী। ২৪ ফুট প্রস্থ ও ৮৮ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ৬৩ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মান্নান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মুক্তার ও কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানীসহ আরও অনেকে।