কারাগারে যেভাবে মৃত্যু হলো পুতিনবিরোধী নাভালনির
- আপডেট সময় : ০৫:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে
রাশিয়ার বিরোধী দলীয় নেতা পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি কারাগারে মারা গেছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানায়, ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারাগারে মারা গেছেন তিনি। নাভালনির মৃত্যুর কারণ নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত বছরের ডিসেম্বরে অ্যালেক্সাই নাভালনিকে মস্কো থেকে ১৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে উত্তরের শহর সাইবেরিয়ার খার্পের আইকে–৩ পেনাল কলোনিতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা গেছেন তিনি।
কারা কর্তৃপক্ষের বরাতে রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, অ্যালেক্সাই নাভালনির মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তিনি শুক্রবার কারাগারের ভেতরে একটু হাঁটাহাঁটি করার পর অসুস্থ বোধ করেন। এরপর অচেতন হয়ে পড়েন নাভালনি।
কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নাভালনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত জরুরী মেডিকের টিম আনা হয়। তারা নাভালনির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। নাভালনিকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
এ ব্যাপারে নাভালনির আইনজীবী লেওনিড সলোভিওভ কোনো মন্তব্য করেননি। তবে তাঁর মুখপাত্র কিরা ইয়ারমিস বলছেন, তারা এখনো মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পারেননি।
রাজনৈতিক ক্যারিয়ারে বেশিরভাগ সময় পুতিনের সমালোচনা করেছেন নাভালনি। ২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে জার্মানি নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয় নাভালনিকে।
গত ডিসেম্বরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, অ্যালেক্সাই নাভালনি কারাগার থেকে নিখোঁজ হয়েছেন। ৬ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানান তাঁর আইনজীবীরা।
নিজের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করেছেন এই নেতা। নাভালনি ও তাঁর সমর্থকেরা এসব অভিযোগ ভুয়া বলে দাবি করে আসছেন। এরই মধ্যে নাভালনি ও তাঁর দলের নেতা-কর্মীদের চরমপন্থী হিসেবে ঘোষণা করেছে রুশ প্রশাসন।