ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলকে সতর্ক করলো আন্তর্জাতিক বিচার আদালত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার রাফায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পরিস্থিতিকে বিপর্যয়কর আখ্যা দিয়ে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতে দেওয়া আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়েছে আদালতটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, রাফায় ইসরায়েলি বাহিনী বৃহৎ পরিসরে অভিযান চালাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাম্প্রতিক সময়ে একাধিকবার ফোনালাপে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলের হামাস নির্মূল অভিযানের কড়া মাশুল নিরীহ বেসামরিকদের দিতে হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজার খান ইউনিসের হাসপাতাল ও রাফায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। বিদ্যুৎ ও অক্সিজেন ঘাটতিতে নাসের হাসপাতালে ৬ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলকে সতর্ক করলো আন্তর্জাতিক বিচার আদালত

আপডেট সময় : ০৭:১৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

গাজার রাফায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পরিস্থিতিকে বিপর্যয়কর আখ্যা দিয়ে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতে দেওয়া আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়েছে আদালতটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, রাফায় ইসরায়েলি বাহিনী বৃহৎ পরিসরে অভিযান চালাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাম্প্রতিক সময়ে একাধিকবার ফোনালাপে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলের হামাস নির্মূল অভিযানের কড়া মাশুল নিরীহ বেসামরিকদের দিতে হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজার খান ইউনিসের হাসপাতাল ও রাফায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। বিদ্যুৎ ও অক্সিজেন ঘাটতিতে নাসের হাসপাতালে ৬ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি।